দরবারে বারীয়ার মাহফিলে মুফতি ছৈয়দ শামছুদ্দোহা বারী
যুগে যুগে ইসলাম টিকে থাকবে আহলে বায়তের অবদানে

চট্টগ্রাম : যুগে যুগে ইসলাম টিকে থাকবে আহলে বায়তের ত্যাগের বিনিময়ে। কুরআন-সুন্নাহ এবং আহলে বায়তগণ একে অপরের পরিপূরক। প্রিয় নবী (দ.) বলেছেন, আমার আহলে বায়ত হলো যুগের নুহ (আ.) এর কিস্তি স্বরুপ। আর এ কিস্তি পরিচালনা করেন স্বয়ং নবী করিম (দ.)।

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ দরবারে বারীয়ায় ইমাম আলী মকাম ইমাম জয়নুল আবেদীন (রহ.) এর চাহরম শরীফ ও হযরত মখদুম শাহ জুলফিকার শাহজী পীর বাবাজান কেবলা এর চন্দ্রবার্ষিকী ওরছ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

প্রতি বছরের ন্যায় ২০ মহরম ১২ অক্টোবর দরবারে বারীয়ার সাজ্জাদানশীন পীরে তরীকত আল্লামা আলহাজ্ব মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারীর (মজিআ) সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পীরে তরীকত ছৈয়দ এহছানুল হক চিশতি (মজিআ)। বিশেষ অতিথি ছিলেন, পীরে তরিকত আল্লামা মোহাম্মদ নোমান, শাহজাদা ছৈয়দ তরিকতুল্লাহ।

সভাপতির বক্তব্যে মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ) বলেন, ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শ হল নিজের জীবন দিয়ে হলেও ইসলামকে রক্ষা করা, আর তার বাস্তব প্রমাণ দিয়ে গেছেন আহলে বায়ত তথা নবী (দ.) পরিবারের সদস্যরা। ইমাম জয়নুল আবেদীন ও শাহ মখদুম জুলফিকার শাহজী পীরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, শাহজাদা ছৈয়দ আবুল মোকাররম বারী, মাওলানা এনাম রেজা কাদেরী, শাহজাদা ছৈয়দ সাইফুল ইসলাম বারী, শাহজাদা ছৈয়দ এরশাদুল হক। মাহফিলে উপস্থিত ছিলেন, মাওলানা ছৈয়দ নাছির উদ্দীন, মাওলানা নূরুল আবছার সহ দেশ বরেন্য আলেমেদ্বীন। ঈমান আক্বীদা হেফাজত কল্পে ও দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর উত্তোরোত্তর সমৃদ্ধি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন পীরে তরীকত আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ)।

শেয়ার করুন