
নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকা থেকে আধা কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মো. আকাশ রহমান (২০) নামে এই ব্যক্তিকে আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আনন্দবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আকাশ বগুড়ার সোনাতলা থানার নঞ্চআরা গ্রামের আলী আজগরের ছেলে।














