
কক্সবাজার : জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ রোহিঙ্গাদের দুর্দশা নিজের চোখে দেখতে সরেজমিনে কক্সবাজারে পৌঁছেছেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে অত্যাচার প্রসঙ্গে আলোচনা করবেন বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে। রানি রানিয়া আল আবদুল্লাহ সড়কপথে উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশের কক্সবাজারে আসেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। সোমবার (২৩ অক্টোবর) সকালে বিশেষ ফ্লাইটে ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান রানি রানিয়া আল আবদুল্লাহ ।