আবাসিক হোটেলে অভিযান, ১৬ জনের কারাদণ্ড

গাজীপুরে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (২২ অক্টোবর) রাত ৭টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৭টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুর এলাকায় আবাসিক হোটেল হ্যাপী ডে ইন এবং হোতাপাড়া এলাকায় বৈশাখী আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

এসময় ওই দুটি হোটেল থেকে ৮ জন নারী ও ৮ জন পুরুষকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৮ নারীকে ১৫ দিনের এবং ৮ পুরুষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন