চবি ভর্তি পরীক্ষা
ডিভাইসসহ জালিয়াতি চক্রের সদস্য আটক

দেশের অন্যতম বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। কিন্তু এর আগের দিনই তিনটি ছোট ডিভাইস সহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে নাজমুল নামে এক শিক্ষার্থীকে আটক করে।

বায়েজিদ বোস্তামী থানার এসআই রুবেল বলেন, ‘চবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে প্রস্তুতি নেওয়া এমন এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। নাজমুল নামে ওই শিক্ষার্থীর কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জালিয়াতির সময় জব্দ হওয়া ছোট ছোট তিনটি ডিভাইস পাওয়া গেছে। এই চক্রের আরও কয়েকজনকে খোঁজা হচ্ছে।’

এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের চার ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২৯ অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

আটক নাজমুলের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

শেয়ার করুন