গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

কাপাসিয়া থানার এএসআই কফিল উদ্দিন জানান, সোনারোয়া গ্রামের আসাদুল্লাহর ছেলে আসিফ হোসেনের (১৮) বিরুদ্ধে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

শিশুর বাবার অভিযোগ, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শিশুটিকে বাড়িতে একা পেয়ে আসিফ তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে বাড়ির লোকজনসহ স্থানীয়রা এগিয়ে গেলে আসিফ পালিয়ে যান।

প্রথমে স্থানীয়দের চাপে তারা থানায় যেতে পারেননি জানিয়ে তিনি বলেন, পরে বৃহস্পতিবার থানায় অভিযোগ দিয়েছেন।

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন এএসআই কফিল উদ্দিন।

শেয়ার করুন