শ্রীপুরে পুকুরে ডুবে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে পুকুরে ডুবে এক জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেলা ১টায় এমসি বাজারের আমীরের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নাদিম আহমেদ (১৪) উপজেলার এমসি বাজার এলাকার ফার্নিচার ব্যবসায়ী আবদুল জলিলের দ্বিতীয় ছেলে। সে স্থানীয় হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের চাচা জসিম জানান, নাদিম বুধবার সন্ধ্যায় প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে পুকুরে পড়ে মারা যায়। সে মৃগী রোগে আক্রান্ত ছিল।

বৃহস্পতিবার দুপুরে তার মা ওই পুকুরে জুতা ভেসে থাকতে দেখলে সন্দেহ হয়। পরে লোকজন নেমে খোঁজাখুঁজি করে লাশ উদ্ধার করেন।

শেয়ার করুন