খাগড়াছড়িতে যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পুলিশের বাধা উপেক্ষা করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী । দিবসটি উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে পুস্পমাল্য অর্পন, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধূরী, যুগ্ম সম্পাদক এডভোকেট আঃ মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক এম এন আবসার, জেলা যুবদলের সহ-সভাপতি কমল বিকাশ ত্রিপুরা, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহী খলিল, সদর উপজেলা যুবদলের নেতা জয়নাল আবেদীন মাসুম প্রমুখ।

এ সময় বক্তারা বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতৃবৃন্দ জেলা সদরে প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিতে গাড়ী নিয়ে আসার সময় পুলিশ পথে পথে বাধা দেওয়াসহ শান্তিপূর্ন কর্মসূচিতে পুলিশের এহেন আচরনের তীব্র সমালোচনা করে প্রতিবাদ জানায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাষ্টার, মংসোথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, অনেিমষ চাকমা রিংকু, ক্ষনি রঞ্জন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, পৌর বিএনপির সাধারন সম্পাদক জহির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক দলের রতন ত্রিপুরা, জেলা মহিলা দলের সম্পাদীকা কুহেলী দেওয়ানসহ যুবদলের জেলা, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ।

শেয়ার করুন