গাজীপুর কর অঞ্চল
গত তিন অর্থ বছরে কর আদায় দেড় হাজার কোটি টাকা

রিটার্ন দাখিল পদ্ধতি সহজ করায় এবং রাজস্ব বোর্ডের নানামুখী পদক্ষেপের কারণে প্রতিবছর করদাতার সংখ্যা বাড়ছে। এতে কর আদায়ের পরিমাণও বাড়ছে। গাজীপুর কর অঞ্চল গত ৩ অর্থ বছরে দেড় হাজার কোটি টাকারও বেশী কর আদায় করেছে। এর মধ্যে ২০১৬-২০১৭ অর্থ বছরে সর্বাধিক প্রায় ৬০০ কোটি টাকা আদায় হয়েছে।

আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া ৪ দিনের আয়কর মেলা উপলক্ষে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান গাজীপুর কর অঞ্চলের কমিশনার সুলতানা আহমেদ।

এ সময় অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহাদাৎ হোসেন শিকদার, উপ কর কমিশনার (প্রশাসন) মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

সুলতানা আহমেদ বলেন, যাত্রা শুরুর পর ২০১৪-২০১৫ অর্থ বছরে গাজীপুর কর অঞ্চলের কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩৩ কোটি টাকা। ওই বছর পুরো লক্ষ্যমাত্রা আদায় হয়। পরের অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৭০ কোটি টাকা। আদায় ৪৯১ কোটি টাকা। এ টাকার মধ্যে ব্যান্ডরোল খাত থেকে পাওয়া গিয়েছিল ৮৫ কোটি টাকা।

২০১৬-২০১৭ অর্থ বছরে লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ৬০০ কোটি টাকা। কিন্তু সরকার চলতি অর্থ বছর থেকে ব্যান্ডরোল খাতের কর প্রত্যাহার করায় ওই টাকা পাওয়া যায়নি। তারপরও এ পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ আদায় হয়েছে।