গুণাগরি পাহাড় কাটা
চট্টগ্রামের ডিসিকে হাইকোর্টে তলব

আদালতের নির্দেশনা মেনে বাঁশখালীর গুণাগরি পাহাড় ভরাটে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২২ নভেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অমিত তালুকদার।

২০১১ সালে বাঁশখালীর কালিপুর ইউনিয়নের জঙ্গল গুণাগরি পাহাড়সহ একাধিক পাহাড় কাটার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের ভিত্তিতে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এÐ পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ জনস্বার্থে রিট পিটিশন দায়ের করেন।

আইনজীবী মনজিল মোরসেদ গতকাল পূর্বকোণকে বলেন, মামলার শুনানিশেষে হাইকোর্ট পাহাড় কাটা বন্ধ ও সংরক্ষণ, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের-আইনগত ব্যবস্থা এবং পাহাড় কাটা ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করে পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক পাহাড় কাটায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের ও পাহাড় কাটা বন্ধে মনিটরিংয়ের পদক্ষেপ নিয়েছেন বলে আদালতে জানিয়েছেন। তবে যারা পাহাড় কেটেছে, তাদের কাছ থেকে অর্থ আদায়ের মাধ্যমে মাটি ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু বলেননি। আদালতের নির্দেশনা অমান্য করায় আগামী ২২ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে এর ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

সংবাদপত্রে ২০১১ সালে ‘বাঁশখালীতে পাহাড় কেটে ৬ মাসে ২৬ হাজার ট্রাক মাটি বিক্রি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। এতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম জেলা প্রশাসক, এসপি, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ সাতজনকে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

ওই বছরের ৪ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন তিন দফা নির্দেশনা দেন হাইকোর্ট। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, বাঁশখালীর গুণাগরী পাহাড় যারা কেটেছে তাদের কাছ থেকে ছয় মাসের মধ্যে অর্থ আদায় এবং মাটি ভরাট করে পাহাড়টি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার। আর দুটি নির্দেশনা ছিল যারা পাহাড় কেটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও পাহাড় যাতে কেউ আর না কাটে তা তদারকি করার।

এরই প্রেক্ষিতে গত ৩০ জুলাই জেলা প্রশাসক পাহাড় তদারক ও যারা পাহাড় কেটেছে, তাদের বিরুদ্ধে মামলা করাসহ নেওয়া পদক্ষেপের বিষয়ে আদালতকে জানিয়েছেন। কিন্তু যারা পাহাড় কেটেছে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে মাটি ভরাট করে পাহাড় পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার বিষয়ে কিছু বলেননি। আদালতের নির্দেশনা অনুসারে কেন পদক্ষেপ নেওয়া হয়নি, তা জানাতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন