শুরুতেই অনিয়ম : চসিক’র ময়লা-আবর্জনা থেকে জৈব সার উৎপাদন প্রকল্প

ব্যাক্তি মালিকানা জায়গায় বিল-মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের স্থাপনা। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : আইন কানুনের তোয়াক্কা করছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা এবং বিল-মিলিন্ডা গেটস ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক। আদালতের নির্দেশনা উপেক্ষা করে সিটি মেয়রের নাম ভাঙ্গিয়ে ও রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে তারা জনৈক ব্যক্তির জায়গায় এনজিও সংস্থার ব্যানারে স্থাপনা নির্মাণ করছে। বলাচলে-অনিয়ম দিয়েই শুরু চসিক’র ময়লা-আবর্জনা থেকে জৈব সার তৈরির প্রকল্প। এর আগে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সম্পাদন হয়।

বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগরে চসিক’র ময়লা-আবর্জনার ডাম্পিং এলাকায় গত তিন সপ্তাহ ধরে চলমান ওই দখল উৎসবের পাশাপাশি সিটি মেয়রের আশীর্বাদপুষ্ট টেকনিক্যাল এলাকার এক যুবলীগ নেতার ছত্রছায়ায় কতিপয় যুবক এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের ভয়ে ভীত-সন্ত্রস্ত এলাকাবাসী_এমন অভিযোগও এলাকার সাধারণ মানুষের।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন-‘তুচ্ছ ঘটনায় দেশী ধারালো অস্ত্র উচিয়ে মহড়া তাদের নিয়মে পরিণত হয়েছে। আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরছে। শারীরিক নির্যাতন কিংবা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত কোন ব্যক্তি থানা পুলিশের কাছে যেতে সাহক করে না। ভয়-যদি নির্যাতনের মাত্রা আরো বারে।’ এক ভুক্তভোগী বলেন-‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এবং ময়লা-আবর্জনার ডাম্পিং এলাকায় কর্মরত কর্মচারী মহিউদ্দিন এবং তাকিুল ইসলাম বাবুর নেতৃত্বে অন্তত ১৫-২০ জনের একদল যুবক সিটি মেয়রের দোহাই দিয়ে সাধারণ মানুষের জায়গা দখলের মহোৎসবে মেতে উঠেছে।’ তারা বলেন-‘আমরা তো সাধারণ মানুষ, তাদের কাছে আইন প্রশাসনও অসহায়। ইতিমধ্যে তিনটি বসতবাড়ি ভেঙ্গে দিয়েছে।’

বিষয়টি জানতে চসিক’র প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন-‘একটি এনজিও চসিক’র ময়লা-আবর্জনা থেকে জৈব সার তৈরি করবে। মেয়রের সাথে চুক্তি হয়েছে। ওই জৈব সার কারখানা নির্মাণ করা হচ্ছে।’ তবে ভূমি দখল করে এনজিও’র স্থাপনা নির্মাণ প্রসঙ্গে কোন কথা বলেননি ওই কর্মকর্তা।

সাইনবোর্ড টাঙিয়ে ব্যাক্তি মালিকানা জায়গায় বিল-মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের নির্মাণ কাজ চলছে। ছবি : নয়াবাংলা

ভূমি মালিক পক্ষে (অব:)সেনা সদস্য ওয়াজিউল্ল্যাহ বলেন-‘বিল-মিলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের একটি এনজিও গত তিন সপ্তাহ ধরে তারা জোর করে স্থাপনা নির্মাণ কাজ করছে_এমন খবর পেয়ে আমি তাদের সাথে যোগাযোগ করি। দায়িত্বশীল কেউ কোন কথা বলছেন না। কিন্তু প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী আমাকে বলেছে, মেয়রের নির্দেশনা আছে। আমি মনে করি, মেয়রের দোহাই দিয়ে আমাদের জায়গা দখল করছে। রাজনৈতিক প্রভাব দেখাচ্ছে। বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমি আদালতের আশ্রয় নিয়েছি। আদালত বায়েজিদ থানাকে শান্তি-শৃংখলা বর্জায় রেখে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নিয়েছেন। তবে তারা কোন আইন-কানুনের তোয়াক্কা করছে না।’ তিনি বলেন-‘পুরো বিষয়টি তদারকি করছেন চসিক’র প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান ছিদ্দিকী। সে আইনের প্রতি শ্রদ্ধাশীল নয়। সে মেয়রের ভয় দেখায়।’

বিষয়টি তদন্ত করছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন। তিনি বলেন-‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে শান্তি-শৃংখলা বর্জায় রাখার নির্দেশ দিয়েছি।’ উভয় পক্ষের কাগজপত্র যাচাই বাছাই করে তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করবো।’

মঙ্গলবার (৭ নভেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, অন্তত ২০-২৫ জন শ্রমিক স্থাপনা নির্মাণ কাজ করছে। তাদের পাহারায় ব্যস্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারী মহিউদ্দিন, আতিকুল ইসলাম বাবুর নেতৃত্বে প্রায় ১০-১২ জন যুবক। জানা গেছে, তারা সরকার দলীয় অঙ্গসংগঠনের সদস্য এবং টেকনিক্যাল এলাকার যুবলীগ নেতা মহিউদ্দিনের অনুসারী। সাইডে একটি সাইন বোর্ড টাঙানো। তাতে বিল-মিলিন্ডা গেটস ফাউন্ডেশন নামের একটি এনজিও’র পরিচয় রয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটি চসিক’র ময়লা-আবর্জনা থেকে জৈব সার তৈরির প্রকল্প বাস্তবায়ন করছে। এ বিষয়ে সিটি মেয়র আ জ ম নাছিরের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শেয়ার করুন