ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মহানগর যুবদলের আলোচনা সভা

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ষোলশহর ২ নং গেইট বিপ্লব উদ্যানে পুষ্পস্থপক অর্পণ। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ষোলশহর ২ নং গেইট বিপ্লব উদ্যানে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দ্বীপ্তির সঞ্চালনায় পুষ্পর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দীন বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশে ৭ই নভেম্বর তারিখটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭৫ সালে ৭ই নভেম্বর এই দিনে সংগঠিত সিপাহি জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উজ্জীবীত হয়ে বাংলাদেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানান।

নগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি তার বক্তব্যে বলেন, ৭ই নভেম্বর সিপাহি জনতা ঐক্যবদ্ধভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতুত্বে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যে সিপাহি জনতার উচ্ছাস প্রদীপের আলোতে নিয়ে আসেন। একদলীয় বিভীষিকা ও বিরোধীদলীয় নেতা কর্মীদের হত্যা ও নির্যাতনের অক্টোপাস থেকে রাজনৈতিক অঙ্গন মুক্তি লাভ করে। জাতীয় দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তনের সুবাতাস বইতে থাকে। একদলীয় স্বৈরশাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা পুণঃপ্রতিষ্ঠা লাভ করে ।

৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিবেচিত হন জাতীয় চেতনা ও আত্বমর্যাদা চেতনার প্রতীক হিসেবে। তখন বাংলাদেশের আকাশ বাতাস শ্লোগানে মুখড়িত হয়ে উঠেছিল সিপাহি জনতা ভাই ভাই, খালেক চক্রের রক্ষা নাই। জেনারেল জিয়া যেখানে, আমরা আছি সেখানে। মোশাররফ হোসেন দীপ্তি আরো বলেন অতীতের ন্যায় শহীদ জিয়াউর রহমানের হাত ধরে যেমন বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়েছিল, বর্তমানেও তেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের গণতন্ত্র পুণঃরুদ্ধারের আন্দোলনে দেশের যুবসমাজকে অগ্রণী পালন করার আহবান জানান।
এতে আরো উপস্তিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ্দ গুড্ডু,একে এম ফজলুল হক সুমন,
মিঞা হারুন খান, এইচ এম আজাদ, ম হামিদ, গুলজার হোসেন, হেলাল হোসেন, দীপঙ্কর ভট্টাচার্য্য, জাহাঙ্গীর আলম, শাহজালাল পলাশ, মাহবুবুর রহমান, শাহাদাত হোসেন ওয়াসিম, হুমায়ন কবির, মো: কামরুল ইসলাম, মোঃ রাশেদ, মনোয়ার হোসেন মানিক,সাইফুল আলম রুবেল,শওকত খান রাজু , জহিরুল ইসলাম, জানে আলম, কবির হোসেন, আব্বাস, জসীম উদ্দীন, পারভেজ, মঞ্জু,ইব্রাহিম খলিল সবুজ, জোনায়েদ হাসান রানা, মেজবাহ উদ্দীন উজ্জল, অপু, মিতুল, ওয়াসিম, অভি, , দস্তগীর হোসেন রিয়াদ প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন