গাজীপুর কাপাসিয়ায় ১০৬ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে দুটো সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বুধবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় কাপাসিয়া হতে গোসিংগা পর্যন্ত ১০ কিলোমিটার ও ত্রিমোহনী হতে আড়াল হয়ে হাতিরদিয়া পর্যন্ত সাড়ে ১৬ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন, বর্তমান সরকার যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার জনগনের সরকার, উন্নয়নের সরকার। এছাড়াও তিনি সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নের স্বার্থে একতাবদ্ধ থাকতে বললেন। সরকারী সম্পত্তি রক্ষণাবেক্ষণের উপর গুরুত্ব দেন। সেসঙ্গে তিনি সড়ক ও সেতু বিভাগের মন্ত্রীকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপাসিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলায়মান সরকার। ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা মোস্তফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ। এসময় সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।