সোনালী আাঁশের সোনালী অতীত ফিরিয়ে আনতে হবে : আবিদা সুলতানা

চট্টগ্রাম : সোনালী আঁশের সোনালী অতীত ফিরিয়ে আনতে হবে। এক সময় পাট আমাদের বৃহত্তম রপ্তানি পণ্যের শীর্ষ তালিকায় ছিল। কালের বিবর্তনে তা হারিয়ে গেছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আমরা পুরনায় আমাদের হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে সক্ষম হবো।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় ১১তম আন্তর্জাতিক মহিলা এক্সপো বাংলাদেশ এর মেলায় জুট ডাইভার্সিফিকেশান প্রমোশান সেন্টার এর উদ্যোগে পাট পণ্য মেলা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, চিটগাাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা সুলতানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক ফেন্সী ইসমাইল, নিশাত ইমরান, প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী, সৈয়দা জিনাত আরা নিপুন, রোকেয়া রহমান রিপু, জাহেদা আক্তার মিতা, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী, জোবাইদা আশরাফ সহ জেডিপিসি এর উদ্যোক্তাবৃন্দ এবং জুট ডাইভার্সিফিকেশান প্রমোশান সেন্টার এর জেইএসসি, চট্টগ্রাম এর ইন-চার্জ গাজী ফসিউল আলম। মেলা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

শেয়ার করুন