চায়না-সাউথ এশিয়া বিজনেস কাউন্সিল
চিটাগাং চেম্বার সভাপতির মালদ্বীপ যাত্রা

চট্টগ্রাম : চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় শ্রীলংকান এয়ারলাইন্সযোগে মালদ্বীপে অনুষ্ঠিতব্য চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইউনান সাব-কাউন্সিল’র আমন্ত্রণে “চায়না-সাউথ এশিয়া বিজনেস কাউন্সিল”-এর সভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করছেন।

চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ৩০ নভেম্বর চায়না-সাউথ এশিয়া বিজনেস কাউন্সিল শীর্ষক প্রথম সেশনে চায়না এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর আলোচনায় অংশগ্রহণ করবেন। এতে মালদ্বীপের অর্থনৈতিক বিভাগের ডেপুটি মিনিস্টার এডাম থাউফিগ (অফধস ঞযধঁভববম), সার্ক চেম্বার অব কমার্স’র সভাপতি, সিনিয়র সহ-সভাপতি (শ্রীলংকা) ও সহ-সভাপতি (আফগানিস্থান, ভারত), বিসিসিআই সভাপতি, এফপিসিসিআই সহ-সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই), চাইনীজ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া চেম্বার সভাপতি সিল্ক রোড বিজনেস কাউন্সিল এবং সাউথ এশিয়া-চায়না কমার্শিয়াল ‘ল’ কোঅপারেশন কমিটি- এ দু’টি সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে যোগদান করবেন। মাহবুবুল আলম সফরকালীন সময়ে সার্কভূক্ত দেশসমূহ বিশেষ করে মালদ্বীপের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য বিষয়ে মতবিনিময় করবেন। তিনি আগামী ০২ ডিসেম্বর দেশে ফিরবেন।

শেয়ার করুন