বান্দরবান সেনা রিজিয়নের বর্ণিল আয়োজন

ফয়সাল বিকাশ : বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির দুই দশকপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে স্থানীয় রাজার মাঠে বর্ষপূতিকে ঘিরে সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী চিকিৎসা শিবির, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সালেহীন।

এসময় অন্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মো: ইকবাল হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক মুফিদুল আলম , পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাশ, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, সেনা রিজিয়নের জিএসটু মেজর আবু সাইদ মো:মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের সালেহীন বলেন, পাহাড়ে বর্তমানে নতুন কোন সন্ত্রাসী নেই। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গুলো মানুষের দোড়গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ী সন্তানদের যারা এখনো শিক্ষা থেকে বঞ্চিত তাদের শিক্ষার সুযোগ করে দেয়া হচ্ছে। সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের জন্য পশ্চাৎপদ মানুষের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। দুর্গম অঞ্চলে রাস্তা-ঘাট নির্মাণের ফলে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে। পর্যটনের একটি সুযোগ সৃষ্টি হয়েছে। পর্যটনের জন্যও মানুষের অর্থনৈতিক সাফল্য এসেছে। এটা সম্ভব হয়েছে সরকারের স্বদ্দিচ্ছা এবং পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত পরিশ্রমের ফসল।
উদ্ধোধনের পর অতিথিরা দু’ সহস্রাধিক গরীব অসহায় পাহাড়ী-বাঙ্গালীর মাঝে শীতবস্ত্র এবং শহরের দশটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।