চবি ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা

সাত মাস স্থগিত থাকার পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (৬ ডিসেম্বর) বিকালে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই নতুন কমিটি যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে।

এর আগে ২০১৫ সালের ২০ জুলাই মোহাম্মদ আলমগীর টিপুকে সভাপতি এবং ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠনের সাত মাসের মাথায় প্রথম স্থগিতাদেশ দেওয়া হয়। পাঁচ মাস পর প্রত্যাহার করলেও ৯ মাসের মাথায় গত ৪ মে রাতে সংঘর্ষের পর আবারও এ শাখার কার্যক্রম স্থগিত করে কেন্দ্রীয় সংসদ।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল, আধিপত্য বিস্তার এবং টেন্ডারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে পড়ছে ছাত্রলীগ। সংঘাতের জেরে গত ৪ মে চবি ছাত্রলীগের কমিটি স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

শেয়ার করুন