খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে পালিত
সমাজ থেকে দুর্নীতির মূল নির্মূল করতে তরুণদের এগিয়ে আসার আহবান

আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই

খাগড়াছড়ি : “আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৭ পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহকারী পরিচালক নজরুল ইসলাম, সনাক সভাপতি প্রফেসর ড. সুধীন কুমার চাকমা, দুপ্রক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

দুর্নীতির বিরুদ্ধে ধারণা পত্র পাঠ করেন টিআইবি’র খাগড়াছড়ি অঞ্চলের ব্যবস্থাপক আব্দুল মান্নান আকন্দ। এসময় টিআইবি’র ইয়েস সদস্যরাসহ বিভিন্ন সরকারি-
বেসরকারি প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাজ থেকে দুর্নীতির মূল নির্মূল করতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে, দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে টিআইবি-সনাক ও দুপ্রক’র প্লাটফর্ম তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক ধারণা রাখছে বলে জানান বক্তারা। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করা হয়।