নানা কর্মসূচিতে বেগম রোকেয়া দিবস পালিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০১৭ উপলক্ষে গাজীপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, গাজীপুর জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি অধ্যাপক এম এ বারী প্রমুখ বক্তব্য রাখেন।

র‌্যালী ও সভায় বিভিন্ন নারী সংগঠন, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়। পরে বেগম রোকেয়ার জীবনী শীর্ষক রচনা প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ করা হয়।