ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন
বীর চট্টলায় ফিরলেন ‘চট্টলবীর’

‘চট্টলবীর’ এবিএম মহিউদ্দিন চৌধুরী_ফাইল ছবি

চট্টগ্রাম : সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় জমেছিল এলাকাজুড়ে। প্রিয় নেতা ফিরবেন এমন আশায় ব্যাকুল নেতাকর্মীদের অপেক্ষার পালা শেষ হলো দুপুর সোয়া একটায়। সকল গুঞ্জনশেষে চট্টলবীর বর্ষীয়ান রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরী তাঁর নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছেন।

গুরুতর অসুস্থ মহিউদ্দিন প্রথমে ঢাকায় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাশেষে আবারো ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে মহিউদ্দিন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৫টায় মহিউদ্দিনকে নিয়ে সড়কপথে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে চট্টগ্রামে উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ১টায় নগরীর চশমা হিলের বাসায় পৌঁছান স্বজনরা।

এসময় মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে এসেছেন বড় ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ছোট ছেলে বোরহানুল হাসান চৌধুরী সম্রাট, স্ত্রী হাসিনা মহিউদ্দিন, জামাতা ডা.সেলিম আকতার ও দুই মেয়ে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর ফিরে আসার খবরে লোকে লোকারণ্য হয়ে পরে তাঁর বাসভবন এলাকা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাঁর বাসার সামনে ভিড় জমান। এসময় অসুস্থ মহিউদ্দিন হাসিমুখে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য, নিজ বাসায় মৃদু হার্ট অ্যাটাক এবং কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ার পর মহিউদ্দিনকে ১১ নভেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরদিন দুপুরে মহিউদ্দিনকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ নভেম্বর অসুস্থ মহিউদ্দিনকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের অ্যাপোলো গ্লিনিগ্যালস হসপিটালে মহিউদ্দিনের এনজিওগ্রাম এবং হার্টের দুটি ব্লকে রিং বসানো হয়।

সিঙ্গাপুরে ১১ দিনের চিকিৎসা শেষে ২৬ নভেম্বর রাতে মহিউদ্দিনকে নিয়ে দেশে আসেন স্বজনরা। এরপর তাকে আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী টানা তিনবার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করেন। ২০১০ সালে সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত হন। এরপরও চট্টগ্রামের রাজনীতির মাঠে এখনো সমান জনপ্রিয় মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের রাজনীতির বড় অংশের নিয়ন্ত্রক মহিউদ্দিনকেই ভাবা হয়। চট্টগ্রামের স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে আন্দোলনে এখনো মহিউদ্দিনই নিয়ামক_ এমনটাই মনে করেন চট্টগ্রামের মানুষ। দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধার মানুষ এবিএম মহিউদ্দিন চৌধুরী।

শেয়ার করুন