নিখোঁজের ২৪ দিন পর পোশাক শ্রমিকের কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-২

গাজীপুরে মুক্তিপণের জন্য অপহৃত পোশাক শ্রমিক মোঃ সজিবের (২২) কঙ্কাল ২৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীরচালা এলাকার একটি গজারীবন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সজিব গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকার এনএজেড পোশাক কারখানার অপারেটর ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি রাজেন্দ্রপুর এলাকায় তার চাচাতো ভাই মোস্তাফিজের বাসায় থাকতেন।

গ্রেফতার হওয়া অপহরণকারীরা হলো- রাজেন্দ্রপুর এলাকার হোসেন আলীর ছেলে ইজাদুর (২১) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল বাশার (২৫)।

জয়দেবপুর থানার এসআই সাদেকুজ্জামান জানান, গত ২৪ নভেম্বর বিকেলে সজিব কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরে ২৮ নভেম্বর তার চাচাতো ভাই এ ব্যাপারে জয়দেবপুর থানায় জিডি করেন। এদিকে গত ১৩ ডিসেম্বর মোবাইল ফোনে মোস্তাফিজের নিকট অপহরণকারীরা সজিবের মুক্তিপণ বাবদ ৫০ হাজার দাবি করে। পরে স্বজনরা বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা অপহরণকারীদের দেয়।

তিনি আরো জানান, প্রযুক্তি ব্যবহার করে রবিবার অপহরণকারী ইজাদুর ও আবুল বাশারকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীরচালা এলাকার গজারীবন থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, জামা-কাপড় দেখে নিহতের স্বজনরা সজিবের কঙ্কাল সনাক্ত করেন। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের কথা স্বীকার করে বলেছে- যে দিন তাকে অপহরণ করা হয়েছিল, ওই রাতেই তাকে হত্যা করা হয়েছে।