কক্সবাজার সৈকতে দম্পতি হেনস্তা
ট্যুরিস্ট পুলিশের এএসআই মাসুদ প্রত্যাহার

এএসআই মো. মাসুদ (বাম পাশে)

কক্সবাজার সৈকতে বেড়াতে যাওয়া এক দম্পতিকে হেনস্তা করার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের এএসআই মো. মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের এএসপি মো. রায়হান কাজেমী জানান, সোমবার রাতে তাকে প্রত্যাহার করা হয়। এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

রোববার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বেড়াতে যাওয়া এক দম্পতি এএসআই মো. মাসুদসহ তিন ট্যুরিস্ট পুলিশের কাছে হেনস্তার শিকার হন।

এ ঘটনায় ভুক্তভোগী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকার মো. কায়দে আজম সোমবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ করেন।

এএসপি রায়হান বলেন, অভিযোগ পাওয়ার পর এএসআই মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং এ ঘটনা তদন্ত করতে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বীকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।