ভাইয়ের দাবী পরিকল্পিত হত্যা
মোটরসাইকেল থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার : মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের পেচারদ্বীপ এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে সুদীপ্তা চৌধুরী ইমু (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মারা গেছেন। ঘটনায় ইমুর বন্ধু জেকি কুমার শীলকে আটক করেছে পুলিশ। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার ঝুলন চৌধুরীর মেয়ে ইমু ঢাকা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলার পথে অকস্মিকভাবে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যায় সুদীপ্তা। এতে সে মারাত্মক আঘাত পায়। তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক ইমুকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের ভাই সম্ময়দ্বীপ অভিযোগ করেন, আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করে নাটক সাজানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, মোটরসাইকেল চালক জেকিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে রয়েছে।