কুড়িতে ‘কবুল’ বলবেন মৌসুমী

বিয়ে নিয়ে নানা জল্পনা কল্পনা মাঝেই মৌসুমি হামিদ জানালেন আসছে কুড়িতেই বিয়ের পিঁড়িতে বসছেন এই ব্যস্ত নায়িকা। বলেন- ‘আর দীর্ঘ সময় নেব না। ২০১৮-২০১৯ সালে কবুল বলতে না পারলেও ২০২০ সালে কবুল বলব। আপাতত প্রিয় ভক্তদের এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে আমি বছরের একটি রাউন্ড ফিগার চাচ্ছি।’ তবে বেঁধে দেয়া সময়ে পছন্দের কাউকে বিয়ে করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।

গত ২৭ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ের পিঁড়িতে বসেন টেলিভিশন অভিনেতা কল্যাণ কোরাইয়া। গত ৪ নভেম্বর টরেন্টো প্রবাসী তৌসিফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মডেল-অভিনেত্রী আমব্রিনা সার্জিন আমব্রিন। চলতি বছর বিয়ের মৌসুমও খারাপ যায়নি। এবার দেখা যাক ২০২০ সালে মৌসুমী হামিদের বিয়ের ফুল ফোটে কিনা!

সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ। লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। এরপর নাম লেখান টেলিভিশন নাটক-টেলিফিল্মে। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন তিনি। পা রেখেছেন বড় পর্দাতেও। দুই মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। স্থায়ীভাবে জায়গা করেও নিয়েছেন দর্শক হৃদয়ে।

২০১২ সালে ‘না-মানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। এরপর অভিনয় করেন, ‘হাডসনের বন্দুক’, ‘জালালের গল্প’, ‘ব্ল্যাক মানি’, ‘পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনি টু’, ‘মেন্টাল’ প্রভৃতি সিনেমায়।

শেয়ার করুন