দুর্বৃত্তদের কাটা পাহাড় কেড়ে নিল তিনটি প্রাণ

চট্টগ্রাম : নির্বিচারে পাহাড় কাটছিল দুর্বৃত্তরা। অন্তত একবছর ধরে ওই পাহাড় কাটতে কাটতে আজ (শনিবার) ওই পাহাড় রুষ্ট ধসে পরলো মানুষের উপর। এতে মারা গেলেন তিনজন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতরা হলেন– আমির আলী (২৪), দিদার (২৫) ও আকিব (১০)।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের মোহম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, দুপুরে পাহাড়ের মাটি কাটার সময় হঠাৎ ধস নামলে কয়েকজন চাপা পরে। পরে স্থানীয়রা মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নিহতদের মধ্যে আমির ও দিদার পেশায় শ্রমিক। তারা মাটি কাটছিলেন। আকিব সে সময় সেখানে ছিল। ধসে সেও চাপা পড়ে।

শেয়ার করুন