বিকাশের ২৮৮৭ এজেন্টের খোঁজে সিআইডি
বিকাশে হুন্ডি, রেমিটেন্স বঞ্চিত সরকার

বিকাশে আসছে টাকা, কমছে রেমিটেন্স

বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা আসছে। ফলে রেমিটেন্স হারাচ্ছে সরকার। কমে যাচ্ছে রিজার্ভ। দিন দিন বিকাশে হুন্ডির পরিমাণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ফলে বিকাশ এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে বাংলাদেশে টাকা আনার সুনির্দিষ্ট আভিযোগে বিকাশের দুই হাজার ৮৮৭ এজেন্টকে খুঁজছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হুন্ডির মাধ্যমে দেশে টাকা আনার প্রমাণ পাওয়ায় ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর বিকাশ কর্তৃপক্ষ ও সিআইডির কাছে তালিকাসহ চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সিআইডি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএফআইইউ’র একজন যুগ্ম পরিচালক জানান, ‘বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছি। বিকাশ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সিআইডিকেও বলা হয়েছিল। তারা সেভাবেই কাজ করছে।’

জানা গেছে, দেশে বিকাশের চিহ্নিত এজেন্টের মধ্যে আট জনকে আটক করেছে সিআইডির অরগানাইজড ক্রাইম বিভাগ। বাকিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে। আটক এজেন্টরা হলেন- রাজশাহী গোদাগাড়ীর মান্নান (৩০), পাবনা আমিনপুরের মনোয়ার হোসেন মিন্টু (২৯), ভাঙ্গুরার সংগীত কুমার পাল (৪৫), সাথিয়ার জামিনুল হক (৩৮), আমিনপুরের মোজাম্মেল মোল্লা (৩৩), বেড়া’র হোসেন আলী, চট্টগ্রাম লোহাগড়ার দিদারুল হক (৩১) এবং ময়মনসিংহ ফুলপুরের আবু বকর সিদ্দিক। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

বিকাশ এজেন্টদের মাধ্যমে যেভাবে লেনদেন হয়

বিকাশ এজেন্টদের মাধ্যমে লেনদেনের প্রক্রিয়া সম্পর্কে সিআইডির কয়েকজন তদন্ত কর্মকর্তা জানান, বিকাশের মাধ্যমে মানি লন্ডারিংয়ের ঘটনা বেশি হয় মধ্যপ্রাচ্য থেকে। এছাড়া, উন্নত দেশসহ অন্যান্য দেশ থেকেও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আসে। এক্ষেত্রে হুন্ডি ব্যবসায়ীরা একটি কৌশল ব্যবহার করেন। বিদেশে বাঙালিদের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে সাধারণত বিকাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের সাইনবোর্ড টানানো থাকে। যা দেখে প্রবাসীরা বিভ্রান্ত হন। তারা মনে করেন, বিদেশ থেকে হয়তো বিকাশের মাধ্যমেই দেশে টাকা পাঠানো যায়। সরল বিশ্বাসে তারা ফাঁদে পা দেয়। এরপর বিকাশের আড়ালে সংঘবদ্ধ চক্র মূলত হুন্ডির মাধ্যমেই দেশে টাকা পাঠায়। বাস্তবে এই টাকা আসে হুন্ডির মাধ্যমে। ফলে রেমিটেন্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

শেয়ার করুন