বিএনপি ও আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। এ থেকে উত্তরণ পেতে আগামীতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে।
সোমবার (৮ জানুয়ারী) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সদরে আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, দেশে আজ হত্যা, গুম, চাঁদাবাজি, অনিয়ম আর দুর্নীতিতে ভরে গেছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলেই দেশের মানুষের মধ্যে শান্তি আসবে। জাতীয় পার্টি উন্নয়ন আর অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন এবং দেশের উন্নয়ন করতে পারে একমাত্র জাতীয় পার্টিই। তাই বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন ঘটাতে চাইলে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।
এরশাদ বলেন, লাঙ্গলের প্রতি মানুষের ভালোবাসা অতীতে যেমন ছিল ঠিক তেমনই আছে। এ কারণে দেশে এখন লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। গণজোয়ারের কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ১ লাখ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তাই জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আগামী ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নাম ঘোষণা করেন এরশাদ।
এ সময় শামীম হায়দার পাটোয়ারীকে বিজয়ী করতে উপস্থিত জনসাধারণকে লাঙ্গলে ভোট দেয়ার আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
তিনি বলেন, শুধু লাঙ্গলে ভোট দিলে হবে না। ভোট দেয়ার পর কেন্দ্রে কেন্দ্রে অতন্দ্রপ্রহরীর মতো দাঁড়িয়ে থেকে বিজয়ের ফলকে রক্ষা করতে হবে।
জনগণের উদ্দেশে এরশাদ বলেন, আপনাদের সুন্দরগঞ্জ উপজেলায় দুটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছি। সুন্দরগঞ্জ আসনটি লাঙ্গলের ঘাঁটি। সেই ঘাঁটি রক্ষা করার দায়িত্ব আপনাদের। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে ভোট দিয়ে নির্বাচিত করলে সুন্দরগঞ্জবাসীর দারুণ উপকার হবে।
এ সময় জাতীয় পার্টি যদি সরকার গঠন করতে পারে তাহলে ব্যারিস্টার শামীম হায়দারকে মন্ত্রী করা হবে বলে প্রতিশ্রুতি দেন এরশাদ।
জনসভার শুরুতে সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের আয়োজনে এরশাদকে ফুল দিয়ে মঞ্চে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।
পরে জাপা চেয়ারম্যানের আইনবিষয়ক উপদেষ্টা ও সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পটোয়ারীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, ভাইস চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা। এ ছাড়া জনসভায় সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।