ধর্ষণ ঠেকাবে বুলেটপ্রুফ অন্তর্বাস!

ভারতীয় এক নারী তৈরি করেছেন ‘ধর্ষণ প্রতিরোধী’ অন্তর্বাস। ধারালো ছুরি দিয়েও কাঁটাছেড়া করা যাবে না। শুধু তাই নয়, অন্তর্বাসটিতে একটি তালা সংযোজন করা হয়েছে। রয়েছে একটি ভিডিও ক্যামেরা এবং জিপিএস অ্যালার্ট সিস্টেম। ওই তরুণীতার দাবি, বিশেষ নকশায় নারীদের জন্য তৈরি করা অন্তর্বাসটি ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ব্রিটিশ দৈনিক মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের ফরাক্কাবাদের সিনুর এই অন্তর্বাসটি তৈরি করতে ৫০ ইউরোর মতো খরচ হয়েছে।

সিনু জানান, অন্তর্বাসে একটি স্মার্ট তালা রয়েছে। যা পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। একটি ইলেকট্রিক ডিভাইস বসানো হয়েছে, যা দিয়ে জরুরি কল করা যাবে। অন্তর্বাসটিতে একটি বাটন রয়েছে, যাতে চাপ দিলে কল চলে যাবে সেট করা জরুরি সহায়তার নম্বরে।

এই অন্তর্বাস পরা অবস্থায় কোনো নারী যদি আক্রান্ত হন, তখন এই ডিভাইসটি থেকে কল যাবে তার স্বজন ও পুলিশের কাছে। জিপিএস সিস্টেম থাকায় পুলিশ সহজেই ওই নারীর অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করতে পারবে বলে জানিয়েছেন এই তরুণী।

শেয়ার করুন