ভেনিজুয়েলায় মাদুরোপন্থী আইনপ্রণেতা নিহত

ভেনিজুয়েলার ক্ষমতাসীন দলের সাংবিধানিক পরিষদের এক আইনপ্রণেতা বুধবার অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তারা একথা জানায়।

খবরে বলা হয়, ভেলারা নগরীতে এক মটরসাইকেল আরোহী টমাস লুসেনার গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে লুসানা মারাত্মকভাবে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয় হয়। পরে সেখানে তিনি মারা যান। হামলার সময় লুসেনার স্ত্রীও গাড়িতে ছিল। লুসানা ভেনিজুয়েলার পশ্চিমাঞ্চলীয় ট্রুজিলো রাজ্য পরিষদের সদস্য ছিলেন।

গভর্নিং বডি’র প্রধান ডেলসি রদ্রিগুয়েজ এ হত্যার কঠোর সমালোচনা করে বলেন, ‘আমরা ট্রুজিলো পরিষদ সদস্য টমাস লুসানা হত্যার নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় আমরা তার বাবা-মা, সন্তান ও বন্ধু-বান্ধবের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’

রদ্রিগুয়েজ এ হত্যার উদ্দেশ্যের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু উল্লেখ না করে আরো জানান, এ অপরাধের সাথে জড়িতদের শাস্তি দেয়া হবে। তবে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত থাকতে পারে বলে জানান এই নারী। সূত্র: এএফপি।

শেয়ার করুন