আনোয়ারায় তিনদিনের উন্নয়ন মেলার উদ্বোধন

আনোয়ারায় তিন দিনের উন্নয়ন মেলার উদ্বোধন করছেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীসহ অন্যান্য অতিথিরা। ছবি : প্রতিনিধি

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) আবদুল মোমিন,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ,বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদসহ উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

এবারের উন্নয়ন মেলায় ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি দফতরের ৩৫টি স্টল অংশগ্রহণ করেছে। আলোচনাশেষে উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তাগণ নিজ নিজ দফতরের উন্নয়ন কর্মকান্ডের তথ্যসমূহ ডিসপ্লের মাধ্যমে জনসাধারণের সামনে উপস্থাপন করেন। এছাড়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও প্রান্তিক চাষীদের কৃষি উপকরণ বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সকল স্টল পরিদর্শন করেন।