
চট্টগ্রাম : বাংলাদেশ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে সমিতির চতুর্থ মহাসম্মেলনে এডভোকেটস্ ক্লার্ক কাউন্সিল আইন ২০১৬ শীতকালীন অধিবেশনে সংসদে উপস্থাপন করে আইনটি পাশ করবেন মর্মে আশ্বস্থ করেছিলেন মাননীয় আইনীনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। ওই অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সদস্য ডেপুটি স্পীকার, এ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও কর্মকর্তা, নির্বাহী সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, জাতীয় গুরত্বপর্ণ ব্যক্তিগণ এবং অল-ইনিন্ডয়া ল-ক্লার্ক’স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিন্তু আজ পর্যন্ত ওই আইন পাশ না হয়ে বার বার কালক্ষেপনের ফলে এডভোকেটস্ ক্লার্কদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। তাই অবিলম্বে এই আইন পাশে ক্লার্করা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আইন মন্ত্রনালয়ের আন্তরিক সহানুভূতি কামনা করেন।
বুধবার (১০ জানুয়ারী) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ জানায় চিটাগাং এডভোকেটস্ ক্লার্ক এসোসিয়েশন নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ফরিদ। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি বাবু বিমল চন্দ্র নাথ।
সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকী, এনামুল হক চৌধুরী, ছালামত খান, জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার মোঃ নুরল আবছার, সাবেক সহ-সাধারণ সম্পাদক বাবু রণধীর দাশ, সন্তোষ কুমার কর, কাজী মুজিবুর রহমান, অভিজিৎ রায় (পুলক), রবি চৌধুরী এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এজাহার মিয়া চৌধুরী শামসুল ইসলাম, বাদল কান্তি দাশ, মোঃ আলী, এস,এম কবির আহমদ, খোরশেদ আলম, নান্টু কুমার শীল, তাপস কুমার ধর, জিয়াউদ্দিন বাবলু, গিয়াস উদ্দিন, সুজন কান্তি দে, ইফতেখার উদ্দিন ভূইয়া, উৎপল চৌধুরী, জসিম উদ্দিন, অরবিন্দ চৌধুরী, নান্টু, নজরল ইসলাম, নুরল হক, বাবুল কুমার ভট্টাচার্য, রিপন নাথ, পিটু নাথ, নাসিরল আলম গণি, গোপাল দে, শরিফুল ইসলাম বাবু মোঃ জামাল প্রকাশ মলিকসহ ক্লার্ক এসোসিয়েশনের সদস্যগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।