কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কাস্টমস বন্ড কমিশনারের সঙ্গে বিকেএমইএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নতুন কমিশনার মো. আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিকেএমইএ নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : কাস্টমস বন্ড কমিশনারেট চট্টগ্রামের নতুন কমিশনার মো. আজিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতৃবৃন্দ।

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে বিকেএমইএ চট্টগ্রামের সহ-সভাপতি ও ফোরএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিএস জামিলের নেতৃত্বে সৌজন্য সাক্ষা‍ৎকালে কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান তৈরি পোশাকশিল্পের কাঁচামাল আমদানি ও তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তৈরি পোশাকশিল্পের আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তাদের আরও বেশি সহযোগিতা প্রত্যাশা করেন বিকেএমইএ নেতারা।

সৌজন্য সাক্ষাৎকালে কাস্টমসের যুগ্ম কমিশনার মোহাম্মদ সফিউর রহমান, সহকারী কমিশনার আমীর মামুন, বিকেএমইএর পরিচালক সহিদুল ইসলাম আজাদ, রাজীব দাস সুজয়, ফোরএইচ গ্রুপের পরিচালক মো. হাসান জেকি ও ভিসিউল নিটের এমডি এএন ফয়সাল, রাজস্ব কর্মকর্তা ফিরোজ হোসেন বিশ্বাস, রাজস্ব কর্মকতা নাজমুল আহসান, বিকেএমইএর সদস্য মো. নওশাদ চৌধুরী মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন