ক্যালিফোর্নিয়ায় ৬০ ফুট উঁচুতে ভবনে ঢুকে গেছে কার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে নিশান সেডান মডেলের একটি কার বেপরোয়া গতিতে চালানোর কারণে সামনে গতিরোধক এসে পড়ায় উড়ে গিয়ে অফিস ভবনের অন্তত ৬০ ফুট উঁচুতে আঘাত হেনেছে।

রোববার (১৪ জানুয়ারি) সকালে গাড়িটি এভাবে আছড়ে পড়ে ভবনে। এ ধরনের ঘটনা ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয়বার ঘটলো।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গাড়িটি ভবনের মাঝামাঝি প্রায় ৬০ ফুট ওপরে আছড়ে পড়ে। গতিরোধকে আঘাত খেয়েই গাড়িটি উড়ে যায়। এ দুর্ঘটনায় দু’জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। যার মধ্যে চালকও রয়েছেন।ভবনে ঢুকে গেছে কারটি, সেটিকে বের করে আনতে তৎপরতাস্থানীয় পুলিশ বিভাগ জানায়, গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। গতিরোধকে বাধাপ্রাপ্ত পেয়ে এটি নিয়ন্ত্রণ হারিয়ে শূন্যে উঠে যায়। ধারণা করা হচ্ছে, চালক মাদকাসক্ত অবস্থায় ছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান চালক গাড়ির ভেতর আটকা পড়ে আছেন। অন্যজন নিজে নিজে বের হয়ে যান গাড়িটি থেকে।

শেয়ার করুন