লালখান বাজারে ভেজাল ওষুধের গুদাম
রোগীর ব্যবস্থাপত্রে ভেজাল ওষুধ লেখেন নামকরা ডাক্তার

চট্টগ্রাম : নগরীর খুলশী থানাধীন লালখান বাজারের পশ্চিম হাইলেভেল রোডে একটি ভেজাল ওষুধ তৈরির প্রতিষ্ঠান ও গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলামকে (৩৮) আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারী) ভোরে চালানো এ অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা পুলিশের এডিসি পলাশ কান্তি নাথ।

পুলিশ জানায়, হাইলেভেল রোডে জনৈক তাহেরের বিল্ডিংয়ের নিচতলায় অ্যাকুরা ফার্মার অফিস ও গুদামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ওষুধসহ কয়েক হাজার কৌটা উদ্ধার করা হয়। যার মধ্যে ফুড সাপ্লিমেন্ট, ভিটামিন ও শক্তিবর্ধক ওষুধ রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানের মালিক সাইদুল ইসলামকে (৩৮) আটক করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া এডিসি পলাশ কান্তি নাথ জানান, ভারত এবং চীন থেকে অবৈধভাবে ওষুধগুলো আনা হয়। এরপর সেগুলো ১০ থেকে ৩০টি করে কৌটায় ভরে বিভিন্ন নাম দিয়ে লেবেল লাগানো হয়। প্রতিটি কৌটার দাম কমপক্ষে এক হাজার টাকা। এসব ওষুধ নির্দিষ্ট দোকানের মাধ্যমে বিক্রি করা হয় কোনো ধরনের অনুমোদন ছাড়াই তারা কাজটি করছিল। আটক সাইদুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ (গ) ধারায় খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্রমতে, আটক সাইদুল জানিয়েছেন বন্দরনগরীর বেশ কয়েকজন স্বনামধন্য চিকিৎসক মাসে মাত্র ১০ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে এসব ভেজাল ওষুধ রোগীদের সেবনের জন্য ব্যবস্থাপত্রে নির্দেশনা দেন। এসব চিকিৎসকের মধ্যে ১৮ জনের নাম সাইদুল প্রকাশ করেছেন সাইদুল।

১৮ চিকিৎসক হলেন- এম এ রউফ, আলী আজগর, চন্দন কুমার, আশীষ কুমার চৌধুরী, সাকলিন, ফরহাদ আলী রাজু, রিপন দে, আবরার হাসান, শিমুল কুমার, মহিউদ্দিন সিকদার, আরমান, জসিম, অসীম বড়ুয়া, তৌহিদুল আলম, আব্দুর রব, সাদিক হোসেন, অনিক চৌধুরী এবং রাজীব চৌধুরী।

অভিযানে আরো ছিলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আফতাব হোসেন ও রাজেশ বড়ুয়া, উপ–পরিদর্শক শিবেন বিশ্বাস, মো. আব্দুল্লাহ, সঞ্জয় গুহ, রাছিব খাঁন এবং ছাদেক মোহাম্মদ নাজমুল হক।

শেয়ার করুন