
চট্টগ্রাম : মাটি ছাড়া ঘাস উদপাদন করা যাবে ঘরে। আদর্শ মাঁচায় আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারবে শিক্ষিত বেকার যুবক_সম্প্রতি শেষ হওয়া দেশব্যাপী উন্নয়ন মেলায় হাটহাজারীতে এমন সচিত্র প্রতিবেদন তুলে ধরেছে একটি স্বেচ্চাসেবী ও সেবামূলক প্রতিষ্ঠান মুক্তিপথ উন্নয়ন কেন্দ্র।

মেলায় উপস্থিত ছিলেন মুক্তিপথ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এস.এম মাহাবুবুল উল আলম, উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম-এ-হোসেন, প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা শিমুল মন্ডল, ভ্যালুচেইন ফ্যাসিলিটের ডাঃ শ্রী রাজীব কুমার রায়সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় এসব প্রদর্শনী খামারীসহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষন করে। মুুক্তিপথ উন্নয়ন কেন্দ্র স্টল পরিদর্শনশেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আইয়ুব মিঞা বলেন, মুক্তিপথ উন্নয়ন কেন্দ্র খামারীদের সহযোগীতা প্রদান করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেলায় স্টল প্রদানের মাধ্যমে উন্নয়ন মেলায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য উপজেলা প্রশাসন কর্তৃক “মুক্তিপথ উন্নয়ন কেন্দ্রকে” পুরষ্কার প্রদান করা হয়।