ক্যালিফোর্নিয়ায় মার্কিন সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র, খবর রয়টার্সের।

শনিবার (২০ জানুয়ারি) সকালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফোর্ট আরউইনের ন্যাশনাল ট্রেনিং সেন্টারে এ ঘটনা ঘটে।

রয়টার্সের কাছে পাঠানো এক ইমেইল বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জ্যাসন ব্রাউন জানিয়েছেন, এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর আরেক মুখপাত্র জানিয়েছেন এ ঘটনায় হেলিকপ্টারটির পাইলট ও সহকারি পাইলট নিহত হয়েছেন।

কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কারসন থেকে সেনাবাহিনীর মুখপাত্র ব্রান্ডি গিল জানিয়েছেন, হেলিকপ্টারটি ও আরোহী সৈন্যরা প্রশিক্ষণ উপলক্ষে ফোর্ট কারসন থেকে মোহাভি মরুভূমিতে গিয়েছিল।

স্থানীয় সময় রাত ১টায় বোয়িং নির্মিত এএইচ-৬৪ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন তিনি।