২৭ এপ্রিল উদ্বোধন হলো আলো সিঁড়ি শিশু বিদ্যানিকেতন

“মুছে দিয়ে পথশিশু, লিখতে চাই শুধু শিশু ” এই শ্লোগানে মাতৃভূমি সামাজিক সংগঠনের পরিচালনায় পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আলো সিঁড়ি শিশু বিদ্যানিকেতনের কার্যক্রম শুরু হয়েছে। মাতৃভূমি সামাজিক সংগঠনের কার্যালয়ে সংগঠনের সহসভাপতি মানস নন্দীর সভাপতিত্বে মোঃ সাইফুর রহমান শাকিলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আলো সিঁড়ি শিশু বিদ্যানিকেতনের উদ্বোধন করেন সীতাকুণ্ড মডার্ণ হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ খালেদ মোশাররফ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম, হেদায়েত, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম রুবেল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোলায়মান খান, সমাজ সেবক মির্জা মোহাম্মদ মোরশেদ , সংগঠক ইঞ্জিনিয়ার আবু জাফর, মাতৃভূমি ইংলিশ স্পোকেন স্কুলের শিক্ষক অরূপ দাশ, চারুকলা বিভাগের শিক্ষক সুমন চক্রবর্তী ও সদস্য রাজু নন্দী।
অনুষ্ঠানে অতিথিরা মাতৃভূমি সামাজিক সংগঠনের এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করে বলেন, মাতৃভূমি সামাজিক সংগঠন সবসময় ভিন্নধারার কার্যক্রমের মাধ্যমে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, শিক্ষা ও সংস্কৃতি বিকাশের মাধ্যমে সুন্দর মন, শুদ্ধ স্বদেশ নির্মাণ ও আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রাখা সম্ভব তা বারবার প্রমাণ করেছে মাতৃভূমি সামাজিক সংগঠন। বক্তারা আরো বলেন- আলো সিঁড়ি শিশু বিদ্যানিকেতনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পথশিশুদের শিক্ষাদানের উদ্যোগ আমাদের বিবেককে জাগিয়ে তুলেছে। আমাদেরও যে অনেক করণীয় আছে তা বুঝিয়ে দিয়েছে মাতৃভূমি। সকল মানুষের শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে আলোকিত স্বদেশ গড়তে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

শেয়ার করুন