চট্টগ্রামে “আয়শা মমতাজ মহল” এর বারান্দায় কিশোরীর মরদেহ

চট্টগ্রাম : নগরীর বিশ্ব কলোনীর আকবর শাহ থানার একশ গজ দূরে একটি ভবন থেকে এক কিশোরী মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরী নাম মীম (১২)। তার বাড়ি ভোলা জেলায়। মীম তার পরিবারের সাথে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দুরে সি-ওয়ার্ল্ড (ফয়’স লেক) এলাকায় বসবাস করতো। তার বাবার নাম মো. জামাল। মায়ের নাম রাবেয়া বেগম।

রবিবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে থানার কাছে আল হেরা জামে মসজিদের পার্শ্বে “আয়শা মমতাজ মহল” নামে পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার বারান্দায় মীমের লাশ পাওয়া যায় বলে আকবর শাহ থানা পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ভবনটির মালিক জহির উদ্দিন মাহমুদ। তিনি এলাকায় থাকেন না। ভবনের কেয়ারটেকার মনিরকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।

কিশোরীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার এএসআই দেলোয়ার হোসেন বলেন, পাশের ভবন থেকে একটি মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো বিস্তারিত কিছু পাই নি। তার মা বাবাকে খবর দেয়া হয়েছে। এটা হত্যা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।

মীমের গালে, গলায় ও শরীরে আঘাতে চিহৃ রয়েছে বলে জানায় স্থানীয় এলাকাবাসী। তবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

শেয়ার করুন