রাঙ্গামাটির বিলাইছড়ি অরাছড়ি গ্রামে দুই মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখা।
পূর্ণস্বায়ত্তশাসনই পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক সমাধান_শ্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অভিযোগ করা হয় যে, সুবেদার মিজানের নেতৃত্বে ধর্ষক সেনা সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি বড় মহাপূরম উচ্চবিদ্যালয় গেইট হতে শুরু করে বাজার ঘুরে এসে সমাবেশের মধ্যে দিয়ে ইউপিডিএফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা সহ-সভাপতি রুপসি চাকমা সভাপতিত্ব করেন। হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমার সঞ্চালনায় সামাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রাঙ্গামাটি জেলা আহবায়ক ধর্মশিং চাকমা, পিসিপি রাঙ্গামাটির জেলা শাখার সভাপতি কুনেন্টু চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, গত ২২ জানুয়ারি দিবাগত রাতে সেনা সদস্যের পোষাকে বিলাইছড়ি অরাছড়ি গ্রামে দুই মারমা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। নিরাপত্তার নামে পার্বত্য চট্টগ্রামে সামরিক দমন-পীড়ন চালিয়ে পাহাড়ি নারীদের উপর শ্লীলতাহানি, ধর্ষণ, হত্যাসহ নানা মানবতা বিরোধী অপকর্মের তৎপরতা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ নির্দেশনা জারির পরপরই আন্দোলনরত ইউপিডিএফ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার এবং হয়রানি করছে। সেই ধারাবাহিকতায় নব্বইদশকের মত আবারও নব্য মুখোশ বাহিনী সৃষ্টি করে পাহাড়িদের ন্যায্য অধিকারের জন্য অন্দোলনরত সংগঠন ইউপিডিএফকে ধ্বংস করার পাঁয়তারা চলছে।
বক্তারা অবিলম্বে ধর্ষনকারী সেনা সদস্যদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবি জানান।