সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৪ প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্বকে জাগিয়ে তোলে

খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে মানব মুক্তির সংগ্রামে যাঁরা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধার্থে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি জেলা শহরের শিল্পকলা একাডেমী থেকে শুরু হয়ে শাপলা চত্তর ঘুরে, একাডেমী হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার আহবায়ক কবির হোসেনের সভাপতিত্বে স্বাগতম চাকমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদ সদস্য কমরেড শাহাদাত হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় সদস্য কমরেড কলিন চাকমা, ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা, সংস্কৃতি হচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগিয়ে তোলার হাতিয়ার। প্রশ্নফাঁস ও সকল প্রকার কোচিং বাণিজ্য বন্ধ করার অনুরোধ জানিয়ে, খাগড়াছড়ি কলেজে নতুন নতুন বিষয়ে অনার্স-মাষ্টার্স ও বিএসসি কোর্স চালু করার দাবি জানান।

বাসদ সদস্য কমরেড শাহাদাত হোসেন বলেন, খাগড়াছড়িতে সরকারের নিয়মনীতি না মেনে ব্যবসায়ীদের দ্বারা যত্রতত্র স্থানে মার্কেটের মত করে স্কুল, কলেজ গড়ে তোলার ফলে ব্যহত হচ্ছে প্রকৃত শিক্ষা ব্যবস্থা। ভুলে ভরা পাঠ্যবই তৈরী করে ধ্বংস করা হচ্ছে, গোটা শিক্ষা জীবনকে। শিক্ষার বিষয়বস্তু এমন ভাবে করা হয়েছে যাতে পুরো প্রজন্মক স্মার্ট কিন্তু বিচার বিবেকহীন। যে শিক্ষার দায়িত্ব সরকারের নেওয়ার কথা তা না নেওয়াই, সে শিক্ষা আজ পদে পদে ভুলন্ঠিত। সঠিক শিক্ষার দৃষ্টিভঙ্গি না পাওয়ার কারনে কিশোর কিশোরীরা আজ গ্যাং কালচার, মাদক দ্রব্যে ও পর্ণোগ্রাফিসহ নানা অপকর্মে আসক্তি হচ্ছে যার পরিণাম খুবই ভয়াবহ। দেশের প্রতি তাদের জাগছেনা কোন ভালোবাসা ও কর্তব্যবোধ। দেশপ্রেম বলতে তারা বুঝে বাংলাদেশের ক্রিকেটে ভাল খেলা। এসব থেকে উত্তরণে দরকার সঠিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার একই পদ্ধতিতে গণতান্ত্রিক শিক্ষা, সঠিক উন্নত আদর্শ চিন্তা।

সরকারের প্রতি সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক ও একই নীতিতে গণতান্ত্রিক শিক্ষা চালুু করার অনুরোধ জানিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কার জনক হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলার সাথে জরিতদের বিচারের দাবী জানান বক্তারা।