চট্টগ্রাম : সীতাকুণ্ড থানা পুলিশ সাদা পোশাকে আসামি ধরতে গেলে জনতার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় রাতে সাদা পোশাকে আসামি ধরতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশ গুলি ছুড়ে। রাত পৌনে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান জানান, গুলিবিদ্ধ অবস্থায় আনার পর সাইফুল ইসলাম (২২) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত দুজন হলেন, ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫)।
এ বিষয়ে সার্কেল এএসপি এবং সীতাকুণ্ড থানার ওসি’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তারা ফোন রিসিভ করেননি।