
চট্টগ্রাম : পাহাড়তলী হাজীক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের উদ্যোগে সাংবাদিক পুলক সরকার স্মৃতি কারাতে প্রতিযোগিতা শুক্রবার (২৬ শে জানুয়ারী) সকাল ৯ টায় হাজীক্যাম কারাতে প্রশিক্ষণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এম.সালাউদ্দিন খোকনের সভাপতিত্বে ও কারাতে প্রশিক্ষক মোঃ আব্দুল হান্নান কাজল এর পরিচালনায় কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করেন এসকেএস প্রধান উপদেষ্টা এডভোকেট মোঃ আব্দুস সাত্তার সারোয়ার। প্রধান অতিথি ছিলেন পুলক সরকারের সহধর্মীনি মন্দিরা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মোঃ এনাম উদ্দিন, রেজওয়ানা আলম, জিয়া-উল-হক চৌধুরী জসিম, আছমা বেগম, ফাহমিদা ইয়াছমিন।
প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন এম.এম. হান্নান কাজল, মনির আহম্মদ, জাকির হোসেন, সাজ্জাদুর রহমান ইকবাল ও মোঃ আলী শেখ।
পুলক স্মৃতি কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাজী ক্যাম্প সোতোকান কারাতে স্কুল শাখা, এসকেএস বহদ্দারহাট কারাতে শাখা, হালিশহর সায়মা সংগীত কারাতে শাখা, জামাল খান ভিক্টোরি ন্যাশনাল স্কুল কারাতে শাখা ও ভাটিয়ারী চাইল্ড কেয়ার স্কুল কারাতে শাখা। উক্ত প্রতিযোগিতায় হাজীক্যাম্প প্রধান শাখার ছাত্রছাত্রীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
অনুষ্ঠানের শুরুতে সাংবাদিক পুলক সরকার স্মৃতি স্মরণে ১ (এক) মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।