সমবায় সমিতির টাকা আত্মসাত : আনোয়ারায় বিক্ষোভ ও মানববন্ধন

আনোয়ারায় আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে মহিলাদের বিক্ষোভ ও মানববন্ধন। ছবি : প্রতিনিধি

আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর মহিনী বহুমুখী সমবায় সমিতির আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সমিতির নারী সদস্যরা।

শুক্রবার (২৬ জানয়ারী) বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর কান্তিরহাটে এ বিক্ষোভ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির পাঁচ শতাধিক নারী ও শিশু রাস্তায় নেমে পড়লে সড়কে প্রায় এক ঘন্টা দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ২০১০ সালের ১ আগষ্ট তিন শতাধিক নারী সদস্য নিয়ে মহিনী বহুমুখী সমবায় সমিতির আত্মপ্রকাশ ঘটে। সমবায় অধিদপ্তরের নিবন্ধিত এ সমিতির বর্তমান সদস্য সংখ্যা পাঁচ শতাধিক। এ সমিতির সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্পাদনের জন্য ব্যবস্থাপনা কমিটি স্থানীয় হাছিনা আকতারকে মাঠকর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ তিন বছর কর্মকালীন সময়ে ওই মাঠকর্মী সমিতির দশ লক্ষাধিক টাকা আত্মসাত করেছে বলে সমিতির সভাপতি উম্মে হানি জেলা সমবায় কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলা সমবায় কর্মকর্তা দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করে তাদেরকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত কমিটির প্রধান ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ দিদারুল আলম ও কমিটির সদস্য জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক জিয়া উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদনে ওই মাঠকর্মীর টাকা আত্মসাতের বিষয়টি প্রমানিত হয়।

এতে বলা হয়, অভিযুক্ত মাঠকর্মী হাছিনা আকতার সমিতির রক্ষিত রেকর্ডপত্র মোতাবেক ৮,৪৭,৭৩৯/- টাকা আত্মসাতের প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়া গেছে। এ নিয়ে শুনানীর জন্য জেলা সমবায় অফিসে অভিযুক্ত মাঠকর্মীকে ডাকা হলেও তিনি যাননি। এ ঘটনায় স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক হলেও মাঠকর্মীর সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত মীমাংসিত হয়নি। এতে করে সমিতির নারী সদস্যরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তাদের আত্মসাতকৃত টাকা ফেরত না দিলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা। পরে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় মাঠে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন