
চট্টগ্রাম : স্বর্নিভর বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত অর্থ সমূহ দেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল করতে তোমরাই হবে একজন নির্ভীক কর্মী, নিজেকে নিরীক্ষী হিসেবে তৈরী না করে শিক্ষার্থী হিসেবে গড়ে তোলতে হবে। নিজেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতির তথা মানবতার সেবায় নিয়োজিত করতে হবে। তোমাদের মাঝ থেকে উঠে আসবে এক এক জন এস এম কিবরিয়া, ড. জাফর ইকবাল, আবদুল্লা আবুসাইদের মতো অসংখ্য গুনীজন। মনে রাখতে হবে এস,এস.সি পরীক্ষা হচ্ছে উচ্চ শিক্ষা গ্রহনের প্রথম দুয়ার, এস এস.সি সাফল্যই তোমাদের সোনালী ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। আলোকিত মানুষ হয়ে তোমাদেরও জ্ঞানের আলোয় উজ্জল করবে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন সোনার বাংলাদেশকে।
২০১৮ সালে এস.এস.সি পরীক্ষার্থী বিদায়ী অনুষ্টানে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্ত্যবে এসব কথা বলেন, চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ন- আহবায়ক দেলোয়ার হোসেন খোকা।
শুক্রবার (২৬ জানুুয়ারী) হালিশহর স্থানিয় একটি রেস্তোরায় সামাজিক সংগঠন অনির্বান ৭১ এর চট্টগ্রাম মহানগর শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপত্বি করেন সংগঠনের আহবায়ক যুবনেতা জাহিদুল ইসলাম রাইসুল ও নাজমুল হাকিমের পরিচলনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামপুর ওর্য়াড আওয়ামীলীগের যুগ্ন-আহবাযক শিক্ষাঅনুরাগী দিলদার খান দিলু, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য মাহাবুব আলম আজাদ, রেজাউল করিম কায়সার, মাহাবুবুর রহমান মাহফুজ, আলাউদ্দিন আলো, প্রভাষক কানিজ ফাতেমা তুলি, ওর্য়াড আওয়ামীলীগ নেতা মো: আসলাম, যুবনেতা ফসিউল আলম রিয়াদ, জিয়াউল হাসান খসরু, মো: ইমরান, মো: রবি, নগর ছাত্রলীগ সহ-সম্পাদক রবিউল হোসেন সাইমন, এম এ হান্নান, যুবনেতা মো: আরাফাত, মো: কামরুল, মো: তৌহিদ প্রমুখ।