
এইচএম সাইফুদ্দিন : দীর্ঘ একুশ বছর পর ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি-জামাল ,সাধারণ সম্পাদক রায়হান রুপু নির্বাচিত হয়েছেন । বুধবার (৩১ জানুয়ারী) ফটিকছড়ি সদরে জে.ইউ পার্কে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
মোঃ জামাল ২০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত এবং মোঃ রায়হান রুপু ২১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ছাত্রলীগের একাংশের সম্মেলন বর্জন ও একাধিক প্রার্থীতা প্রত্যাহারের পর সর্বশেষ সভাপতি পদে লড়ছেন ২ জন এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২ জন।
সভাপতি পদে যারা লড়ছেন তারা হলেন জামাল ও খায়রুল অামিন, সাধারণ সম্পাদক পদে লড়ছেন রায়হান রুপু ও নজরুল।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অাবু তৈয়ব।
উল্লেখ্য, উপজেলা ছাত্রলীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ৭ জন ছিল সভাপতি পদের প্রার্থী, আর ১৩ জন ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী। এখানে মোট ভোটার সংখ্যা ছিল ৩ শ ৬৫ জন। যার মধ্যে উপজেলার ৫টি কলেজ, ২টি পৌরসভা ও ১৭ ইউনিয়নে ২’শ ৫০ জন এবং উপজেলা ছাত্রলীগ সদস্য ১’শ ১৫ জন।
ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তা দেয়া হয়েছে। সতর্ক অবস্থানে ছিলেন অাইন-শৃঙ্খলা বাহিনী জানান।