চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনীতে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। নাসরিন শেরশাহ এলাকার মো: নাসিরের মেয়ে। বুধবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সেলিমের ভাড়া বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই হামিদ বলেন, রাতে নাসরিনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের বরাত দিনে হামিদ বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছে, নাসরিন এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে টেস্ট পরীক্ষায় খারাপ করায় মূল পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছিলোনা। তাই রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।