আতিকুর রহমান : গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত এবং বাস উল্টে আরো তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পথচারী নিহতের ঘটনায় যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মিলগেট এলাকায় দুর্ঘটনায় নিহতের পরই বাসে আগুন দেয়া হয়।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক জানান, টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি।
তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘিঘœত হয়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভান। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।
এদিকে একই দিনে শ্রীপুর উপজেলায় মুরগিবোঝাই একটি পিকআপভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। ভোর ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বালুকজান বোর্ডঘর এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩০), গাজীপুরের জয়দেবপুর থানার খাইলকৈর এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২০) ও যশোর জেলার আব্দুর রশিদ মীরের ছেলে সৈয়দ আব্দুল হামিদ (৫০)। আহতরা হলেন, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মানিক মিয়া (২০) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে সুমন মিয়া (১৮)।
শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ দেলোয়ার হুসেন জানান, বুধবার ভোরে ভালুকার আঙ্গারগাড়া গ্রাম থেকে মুরগি বোঝাই পিকআপটি গাজীপুরের বোর্ডবাজার যাচ্ছিল। পথে শ্রীপুরের মুলাইদ (এমসি বাজার) এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভোর ৬টার দিকে মহাসড়কের পাশে একটি মাইলফলকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ তিনটি থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই।