চসিকের ময়লা-আবর্জনা পঁচে চট্টগ্রামে জ্বলছে বর্জ্য-গ্যাস

চট্টগ্রামে বর্জ্য থেকে গ্যাস বের হচ্ছে

চট্টগ্রাম : সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনার স্তুপ থেকে বেড়িয়ে আসছে গ্যাস। ছোট ছোট শিশুরা ওই গ্যাসে আগুন দিয়ে তাপ নেয়, উল্লাস করে। অনেকে পানি গমর করে গোসল করে। স্থানীয় হোটেল ব্যবসায়ী নাস্তার অনেক উপকরণ ওই গ্যাসে তৈরি করে। সপ্তাহজুড়ে এভাবেই জ্বলছে বর্জ্য-গ্যাসের আগুন। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় প্রায় মাস তিনেক আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শত শত ড্রাম্প ট্রাকভর্তি ময়লা-আবর্জনা ফেলা হয় পুরো এলাকাজুড়ে। এতে শতাধিক বাড়ি-ঘর চাপা পরে ওই ময়লা-আবর্জনার নিচে। জনবসতিপূর্ণ এলাকায় ময়লা-আবর্জনার ফেলার খবর গণমাধ্যমে প্রচার হলে প্রশাসনের নজড় এড়াতে ওইসব আবর্জনার স্তুপ মাটি দিয়ে চাপা দেয়া হয়। ফলে অনেকটা মাঠের মতো দেখা যায় পুরো এলাকা। ছোট ছোট শিশুরা ওই মাঠজুড়ে খেলা করে। খেলাচ্ছলে কেউ কেউ মাটি খুঁড়ে গর্তের সৃষ্টি করে। ওই গর্তে জ্বলন্ত সিগারেট কিংবা দিয়াশলাইর আগুন দিলে ধাউ ধাউ করে জ্বলে উঠে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চট্টগ্রামে বর্জ্য থেকে গ্যাস বের হচ্ছে

ইব্রাহিম সওদাগর বলেন-ক্ষুদ্র দোকানীরা চা-নাস্তা তৈরি করছে ওই গ্যাসের আগুনে। ছোট ছোট শিশুরা আগুন দিয়ে খেলা করে। আবার রাতে ওই গ্যাসে আগুন জ্বালিয়ে উত্তাপ নেয় শীতার্থ মানুষ।

আরেফিন নগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সার্জেন্ট (অব:) আবুল কাসেম বলেন, গর্ত খুঁড়ে আগুন দিলেই ধাউ ধাউ করে জ্বলে উঠে। কেউ না নিভালে সারাক্ষণ জ্বলতে থাকবে ওই বর্জ্যগ্যাস।

বায়ুগ্যাস বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিদিনের ময়লা-আবর্জনা দিয়ে বিপুল সংখ্যক মানুষের জ্বালানী যোগান দেয়া যেতে পারে। প্রয়োজন, অবকাঠামো উন্নয়ন এবং আন্তরিকতা। বিষয়টি অতীব গুরুত্বের সাথে বিবেচনার দাবী জানান জ্বালানী বিশেষজ্ঞরা।

শেয়ার করুন