ইরানে হিজাব বিদ্রোহে ২৯ নারী আটক

হিজাব বিদ্রোহ শুরু করেছেন ইরানের নারীরা। মাথা ঢাকার জন্য হিজাব পরা বাধ্যতামূলক হলেও তা খুলে লাঠিতে বেঁধে ওড়ানো হচ্ছে। হিজাব ওড়ানোর সেই ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে। হ্যাশ ট্যাগ ব্যবহার করা হচ্ছে ‘হোয়াইটওয়েনেসডেজ’। এ ধরনের কর্মকান্ডের জন্য ২৯ জন নারীকে আটক করেছে দেশটির আইন-শৃংখলা বাহিনী।

তবে হিজাবের বিরুদ্ধে এবারই প্রথম আন্দোলন নয়। এর আগে গত বছর ইরানের এক নারি সাংবাদিক হিজাব খুলে ওড়ানোর কাজটি করেন। সে অপরাধে সাংবাদিক মিসাহ আলিনেজাদকে আটক করা হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

ইরান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, মানুষের ভালোর জন্যই আইন করা হয়েছে। ইরান সরকার মানুষের অপছন্দের আইন বলবৎ রাখতে চায় না। কিন্তু হিজাব প্রসঙ্গে কোনো কথাই তিনি বলেননি।

শেয়ার করুন