মানবসেতুতে হাঁটলেন স্কুলের জমিদাতা প্রিন্স

‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে অবহিত করেছি।’

স্কুলের ছোট ছোট শিক্ষার্থীর কাঁধে পা রেখে হেঁটেছেন স্কুলে জমিদাতা প্রিন্স। ছবি সংগৃহীত

জামালপুর : চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী  স্কুলের ছাত্রদের গড়া মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় একজন অভিভাবক মামলা ঠুকে দিয়েছেন আদালতে। অভিযোগ আনা হয়েছে শিশু নির্যাতনের। ওই ঘটনায় যখন সারা দেশে সমালোচনার ঝড় বইছে ঠিক একই সময়ে সংবাদ মাধ্যমে খবর এলো  জামালপুরের মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে ছাত্রদের গড়া মানবসেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছেন স্কুলটির জমিদাতা দিলদার হোসেন প্রিন্স।
২৯ জানুয়ারি স্কুলের একটি অনুষ্ঠানে ছোট ছোট শিক্ষার্থীর কাঁধের ওপর পা রেখে হেঁটেছেন ওই স্কুলে জমিদাতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আছড়ে পরল খবরটি।

জানা গেছে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের কোমলমতি শিশুছাত্রদের কাঁধে চড়ে হাঁটেন ওই স্কুলের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। ছাত্রদের কাঁধে দিলদার হোসেনের হেঁটে যাওয়ার ছবি বুধবার (১ ফেব্রয়ারী) রাতে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে জেলাজুড়ে তোলপাড়।

খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উপলক্ষে ওই বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানবসেতু নির্মাণ করে। এর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি ও বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন।

চাঁদপুরের জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা

ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বাঁশ হাতে নিয়ে শুয়ে মানবসেতু নির্মাণ করেছে। দিলদার ওই মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি যেন পড়ে না যান, এ জন্য দুপাশ থেকে দুজন ব্যক্তি হাত ধরে তাঁকে সহযোগিতা করছেন। কেউ কেউ ওই দৃশ্যের ছবি তুলছেন। এর চার দিকে স্কুলের ছাত্র ও অন্য দর্শনার্থীরা দৃশ্যটি দেখছেন।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান সাংবাদিকদের বলেছেন-‘অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে অবহিত করেছি।’

শেয়ার করুন